Crime News tv 24
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহ্বায়ক গ্রেপ্তার।

admin
জানুয়ারি ৬, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো.এমরুল ইসলাম  মনোহরদী প্রতিনিধি,নরসিংদীঃ-

নরসিংদীর মনোহরদী উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নরসিংদী সদর এলাকার ভেলানগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন আলম মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের রাজবল্লভকান্দী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।পুলিশ জানায়,গত ৫ জানুয়ারি রাতে গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারের আসাদুজ্জামানের মার্কেটের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে কেক কাটা হয়।

বিষয়টি জানতে পেরে মনোহরদী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল হাসান রিপন (২০) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মনোহরদী থানার সহকারী পরিদর্শক নোমান আরেফিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০জনের বিরুদ্ধে মামলা করেন।গত রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে গ্রেপ্তার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।