দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ী পজেলা ১নং এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে এক ঐতিহাসিক কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় সরস্বতীপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ১ নং এলুয়াড়ী চেয়ারম্যান আলহাজ্ব মাওলা নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহাজ্ব মো. নওশের ওয়ান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনতা ব্যাং কর্মকতার ,প্রধান বক্তা হযরত মাও মো. আব্দুস সামাদ আজাদ, সাতহ্মিরা আন্তজাতিক খ্যাতি সম্পন্ন,মোফাচ্ছি কোরআন, দ্বিতীয় বক্তা হাফেজ ক্বারী মো. জাহিদুল ইসলাম, দিনাজপুর, তৃতীয় বক্তা, মাও, আশরাফুল আলম খতিবসহ স্থানীয় ওলামায়ে একরামগণ উপস্থিত ছিলেন।