Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

admin
জানুয়ারি ৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ানের স্বরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী সহ দুই শতাধিক লোকজন অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা বলেন, স্পোর্ট আওয়ামীলীগের ক্ষমতা পরিবর্তনের পর থেকেই চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাজাহান আলী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সঞ্চিতা রানীকে বিভিন্ন সময়ে নানা ধরনের ভয়-ভীতি, হুমকি প্রদর্শন সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। গত কয়েকদিন আগে আবারো শাজাহান আলী তার দলবল নিয়ে বিদ্যালয় এসে প্রধান শিক্ষিকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হওয়ার কারনে সঞ্চিতা রানী কে চাকুরি থেকে বহিষ্কার করার হুমকি সহ অকথ্য ভাষায় গালি গালাজ করে মারপিটের চেষ্টা চালায়। এই ঘটনার প্রতিবাদে সচেতন গ্রামবাসী ও অভিভাবক মহলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে শাহজাহান আলীর শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরস্বতী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইল, স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাজমুল, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার বর্মন প্রমুখ।
নওগাঁ #