বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরীককে আটক করেছে বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
মঙ্গলবার রাতে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবা (৭ জানুয়ারি) বিকাল ৫ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করে।
এসময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক স্থান থেকে মাহবুল খান (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটককৃত মাহবুল ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামে আফজাল খানের ছেলে।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
আটককৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্থান্তর করা হয়েছে।