Crime News tv 24
ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর উপজেলার আন্দুুলবাড়িয়ায় একটি বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ভয়ংকর রুপে ফিরবে।

admin
জানুয়ারি ৮, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মুনাইম হোসেন, (জীবন নগর) প্রতিনিধি:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের ডিজিয়াল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রুপে ফিরবে ‘ এমন লেখা ভেসে উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (০১ জানুয়ারি) সন্ধার পর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে এই লেখা ভেসে উঠতে দেখে স্থানীয়রা। এরপরই তোলপাড় শুরু হয়।

এদিকে, খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম ও আইসিটি অধিদপ্তরের জীবননগর উপজেলার সহকারী প্রোগামার অফিসার মাহমুদুর রহমান।

জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন বলেন, এটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, এর পিছনে আওয়ামী দোসর জড়িত থাকতে পারে। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী দল ক্ষমতায় থেকে সচিবালয় থেকে স্থানীয় ওয়ার্ড পর্যন্ত দলীয়করণ করণ করছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিন্তু দেশের জনগন সচেতন, কারো ফাঁদে পা দিবে না। পাশাপাশি এই ঘটনার সঠিক তদন্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি লাগানো হয়। সেখানে স্ক্রিনে সবুজ রঙ দ্বারা শিক্ষামূলক বাণী লেখা উঠতো। কখনো কোন সমস্যা হয়নি। আজ সন্ধার পর হঠাৎ করে লাল রঙ হয়ে এই উস্কানিমূলক লেখা ভেসে উঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়।

তিনি আরও বলেন, সাইনবোর্ডটিতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এক্সপার্টরা পরিক্ষা-নিরিক্ষা করবেন। এ ছাড়া ঘটনাস্থল ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, এটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে লেখাটি বসিয়ে দিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শক করেছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।