গোপালগঞ্জের মুকসুদপুর থানা হতে গ্রেফতারকৃত ০১ (এক) জন আসামী পলায়ন করে। আজ ০৮ই-জানুয়ারি ২০২৫ ইং আনুমানিক সন্ধ্যা ০৬ ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা হতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয় শেখ (১৯), পিতা-মৃত হেমায়েত শেখ, সাং- কমলাপুর, মুকসুদপুর পৌরসভা, গোপালগঞ্জ পলায়ন করে বলে জানা যায়।
গতকাল ০৭ই-জানুয়ারি অনুমানিক রাত ০৯ ঘটিকায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুকসুদপুর থানার মামলার আসামী মোঃ হৃদয় শেখকে মুকসুদপুর থানা পুলিশ গ্রেফতার করে। আসামী মোঃ হৃদয় শেখ হ্যান্ডকাপ লাগানো অবস্থায় ছিল। পরবর্তীতে, আসামী সুকৌশলে হ্যান্ডকাফ হতে হাত বের করে সকলের অগোচরে বের হয়ে চলে যায় বলে জানা যায়।।মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শকদের সাথে মুঠোফোন যোগাযোগ করলে, উনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সাংবাদিকদের,প্রেসনোট দিবে বলে জানান।