আজ ০৯-জানুয়ারি আনুমানিক সকাল ০৮ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সে হার্ট এট্যাকের রোগী নিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাস্থ ঝাপরখালী নামক স্থানে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে এম্বুলেন্স থামায়। পরে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে রোগীর স্বজন ও চালকের ১৩৬০০ টাকা এবং ৩ টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরবর্তীতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।
ফিরোজ আলী মৃধা, পিতা- রুস্তম আলী মৃধা, সাং- বাঁশবাড়িয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ নামীয় ব্যক্তি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স (ড্রাইভার মো: হাফিজ,পিতা- সামসুল হক মৃধা, মধ্যবনগ্রাম) নিয়ে ফরিদপুর যাওয়ার পথে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ভোতা অস্ত্রের আঘাতে চালক কিছুটা আহত হয় এবং গাড়ির ৩ টি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান আহমেদ শুভন নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।