“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের আয়োজনে “তারুণ্য উৎসব”-২০২৫ উদ্যাপনের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এনামুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ আলোচক নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপধ্যক্ষ সাগর আলী। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা নেয়ামতুল্লা, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক গোলাম রাব্বানী, সহকারী শিক্ষক শিখা খাতুন সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ কর্মশালায় ইউনিয়নের তিনটি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মশালা উপস্থাপন করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মনিরুজ্জামান।