প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
মনোহরদীতে দুইজন হাফেজা কে স্বর্ণপদক প্রদান মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে দুইজন হাফেজাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(৯ জানুয়ারি)দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে দুই হাফেজাকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। তারা অত্র মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছেন। স্বর্ণপদক পাওয়া ছাত্রীরা হলেন- হাফেজা সাবিকুন্নাহার, হাফেজা তানজিনা মীম। এ সময় হাফেজাদের আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এবং নবীন হাফেজা ছাত্রীদের সবক দেওয়া হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ মাও. মাহমুদ হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য হাফেজ মাও.তৈয়্যুবুর রহমান, আমার দেশ পত্রিকার মনোহরদী প্রতিনিধি আসাদুজ্জামান নূর,মাও.মুফতি আশরাফ আলী যুক্তিশাহী প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করছে এমন কোন নজির নেই। কোরআন মজিদের হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত হবে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা। এসময় বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নরসিংদীর মনোহরদীতে দুইজন হাফেজাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ জানুয়ারি)দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে দুই হাফেজাকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
তারা অত্র মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছেন। স্বর্ণপদক পাওয়া ছাত্রীরা হলেন- হাফেজা সাবিকুন্নাহার, হাফেজা তানজিনা মীম।
এ সময় হাফেজাদের আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এবং নবীন হাফেজা ছাত্রীদের সবক দেওয়া হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ মাও. মাহমুদ হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য হাফেজ মাও.তৈয়্যুবুর রহমান, আমার দেশ পত্রিকার মনোহরদী প্রতিনিধি আসাদুজ্জামান নূর,মাও.মুফতি আশরাফ আলী যুক্তিশাহী প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করছে এমন কোন নজির নেই। কোরআন মজিদের হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত হবে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
এসময় বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত