১০ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং সদর ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার আমীর অধ্যাপক অহিদুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
সদর ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আল আমিন ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সাবেক সভাপতি মাস্টার ফয়েজ আহমেদ, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার সহ সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন আমীর মোঃ তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান প্রমূখ।
হাফেজ রুহুল আমিনকে সভাপতি ও মোঃ জহিরুল ইসলামকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট বুড়িচং সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়।