গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্ত:ত ২৫ জন আহত হয়েছে। এসময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকায় প্রায় দু’ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষ গিয়ে শেষ হয় রাত নয়টায়।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত ) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব কোন্দল চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ইট-পাটকেল ও লাঠি-সোটা নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত কোন রোগী এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এমন কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।