নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর কাশিপুর ২৯ ওয়ার্ড ইছাকাটি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ৬৫ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহতর নাম হোসেন আলী হাওলাদার (৬৫)। তিনি ২৯ নং ওয়ার্ড ইছাকাটি এলাকার ইয়াকুব আলী হাওলাদার এর ছেলে।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানাযায়, হোসেন আলী হাওলাদার এর সাথে এক একর ১০ শতাংশ জমি নিয়ে পার্শ্ববর্তী করিম মালতিয়ারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।এ নিয়ে উভয়পক্ষে মামলা দিলে।পাঁচবার হোসেন আলী হাওলাদার এর পক্ষে জমির রায় আসে।
আজ শনিবার সকাল সাড়ে সাতটায় নিজ বাড়িতে বন্যায় পড়ে যাওয়া বেড়া মেরামত করতেছিল হোসেন আলী হাওলাদার।এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা নোমান মালতিয়ার, করিম মালতিয়ার, রফিক মালতিয়ার, নজরুল মালতিয়ার, মায়া বেগম ও রিনা বেগম সহ অজ্ঞাত ৮-১০ জন লোহার রড, হাতুড়ি ও ধারালো দা নিয়ে হোসেন আলী হাওলাদারের উপর হামলা চালায়।
এসময় প্রতিপক্ষরা ধারালো দা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেন আলী হাওলাদারকে গুরুতর জখম করে।পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে আহতর ভাই জয়নাল হাওলাদার সাংবাদিকদের জানায়,করিম মালতিয়ার দীর্ঘদিন যাবৎ তাদের জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে।এবং এ নিয়ে আদালতে মামলা হয়।আর মামলায় হোসেন আলী হাওলাদার এর পক্ষে পাঁচবার মামলার রায় আসে।অথচ করিম মালতিয়ার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের কে হয়রানি করছে।এবং মামলায় জিততে না পারায় আমার ভাইয়ের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আহত হোসেন আলী হাওলাদার শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এদিকে প্রতিপক্ষ করিম মালতিয়ার নিজেদের দায় এড়াতে মিথ্যা হামলার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের এর প্রস্তুতি চলছে।