খুলনার দাকোপের কৈলাশগজ্ঞ ইউনিয়নের হরিন টানায় শ্রীশ্রী কালীমাতা ঠাকুরানী মন্দিরে ১১ জানুয়ারী শনিবার প্রথম বারের মতো পৌষ পর্বণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে পিঠা ও পায়েশ ভক্তদের মাঝে বিতরণ করা হয়।হাজারো ভক্ত প্রাণ মানুষের পদচারনায় মূখরিত হয়ে পড়ে কালী মন্দির প্রঙ্গণ। এসময় উপস্হিত ছিলেন শ্রীশ্রী কালী মন্দিরের সভাপতি স্বপন কুমার রায়,সাধারন সম্পাদক চিরজিৎ রায়,কষোধক্ষ্য চিত্ত মন্ডল,উপ-দেষ্টা প্রশান্ত রায়,সহ আরো অনেকে।পৌষসংকান্তির দিনে সনাতন ধর্মাবল্বীরা পিতৃপুরুষ ও বাস্ত দেবতার উদ্দেশ্যে তিল এবং খেজুর খেজুরের গুড় সহ তিলুয়া তৈরি করতো।
সঙ্গে নতুন চালে পিঠা গড়ে তৈরি অর্ঘ। যার ফলে পৌষ সংক্রান্তি তিলুয়া সংক্রান্তি নামেও ব্যাপক পরিচিত।