Crime News tv 24
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন।

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মধ্যম চাপড়া মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
বন্ধন যুব সংঘের আয়োজনে খেলায় চম্পাফুল ক্রিকেট একাদশ ও সুলতানপুর  ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টচে জিতে চম্পাফুল ক্রিকেট একাদশ সুলতনপুর ক্রিকেট একাদকে ব্যাটের আমন্ত্রন জানায়। সুলতানপুর প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ১৮৩ রান করে।  জবাবে চম্পাফুল ১৩ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চম্পাফুল দলের রাসেল ১০৬ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হন একই দলের আব্দুল হান্নান। খেলার আম্পায়ার ছিলেন, শরিফুল ইসলাম, সাইদ আহমেদ ও আছাফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশ, সহ সভাপতি জাকির হোসেন, দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের রায়হান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন ও বন্ধন যুব সংঘের উপদেষ্টাবৃন্দ। ইউপি সদস্য আলহাজ্ব শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা ও রানার আপ দলকে ৮ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।