চুয়াডাঙ্গা জেলার জীবননগরে সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ডিজিটাল সাইনবোর্ডে "ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" এরূপ লেখা ভেসে ওঠে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে।
লেখাটি ভেসে উঠতে দেখে কলেজের সামনে অবস্থিত মোদি দোকানদার মোঃ শুকুর আলী কলেজের নাইট গার্ড মোঃ হায়দার আলীকে বিষয়টি জানায়। নাইটগার্ড হায়দার আলী বিষয়টি তৎক্ষণাৎ কলেজের প্রিন্সিপাল মোঃ রেজাউল ইসলামকে জানায় এবং পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অফিসার ইনচার্জ, জীবননগর থানা সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত হয়ে লেখাটি বন্ধ রাখার জন্য পাওয়ার সুইচ বন্ধ করে দেয়।
জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ রেজাউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি প্রিন্সিপালকে আগামীকাল ০৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন বলে জানা যায়।