নরসিংদীর মনোহরদীতে”এসো দেশ বদলায়”পৃথিবী বদলায়”এ প্রতিপাদ্যকে সামনে৷ রেখে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ জানুয়ারি)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজন মনোহরদী সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান।
উদ্বোধনী খেলায় হাতিরদিয়া জোন বড়চাপা জোনকে ২-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।
উক্ত খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জব্বার,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,আরাফাত রহমান কুকো ক্রিয়া পরিষদের উপজেলা সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।