নিজস্ব প্রতিবেদকঃ
বামনা থানাধীন উত্তর কাকচিড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সোহেল রানা (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।আহত সোহেল রানা উত্তর কাকচিড়া গ্রামের জাফর খানের ছেলে।গত শুক্রবার সন্ধ্যা সাতটায় হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বামনা থানা কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে গুরুতর আহত সোহেল রানা শারীরিক অবস্থা অবনতি দেখে দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন আগে তার প্রতিবেশী মিরাজের মেহেগুনি গাছ থেকে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য একটি ডাল ভাঙ্গে।এ নিয়ে প্রতিপক্ষ মিরাজের সাথে কথা কাটাকাটি হলে মিরাজ তার মালামাল চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ করে তারা একটি জিডি করে। এ নিয়ে আদালত পর্যন্ত গেলে এর কোন সত্যতা না পাওয়ায় মিথ্যে প্রমাণিত হয় বলে জানা সোহেল রানার বাবা জাফর খান।আর এই পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে প্রতিপক্ষ মিরাজের স্ত্রী হাসি বেগম মেয়ে কনা, ও জামাই মিজানুর,ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জাফর খানের ঘরে প্রবেশ করে। এ সময় জাফর খানের ছেলে সোহেল রানা কে ঘুম থেকে উঠিয়ে মাধরের চেষ্টা করে এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে ঘটনা সত্যতা না পেয়ে উভয়পক্ষকে ছারিয়ে দিয়ে চলে যায়।আর এই ঘটনার যদি পরের দিন শুক্রবার সন্ধ্যায় সোহেল রানাকে দেখে কাকচিড়া বাজারে বসে চোর বলে মন্তব্য করে এবং গালিগালাজ শুরু করে।এ সময় সোহেল রানা তার প্রতিবাদ জানালে প্রতিপক্ষ মিরাজ,মেয়ে জামাই মিজানুর, হাসি, খাদিজা, কনা সহ অজ্ঞাত চার-পাঁচজন ধারালো দা দিয়ে সোহেল রানাকে এলোপাথারি কোপাতে শুরু করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত সোহেল রানা শেবাচিমের পুরুষ সার্জারি ওয়ার্ড মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।