গোপালগঞ্জ জেলা বিএনপি’র মধ্যে কোন গ্রুপিং বা বিভক্তি নেই বলে জানিয়ে সংবাদ-সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের পৌর-বাজার মার্কের দোতলায় বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ-সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকউজ্জামান।
সংবাদ-সম্মেলনের বক্তব্যে তিনি বলেন, বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহিষ্কৃত, পদত্যাগী, সংস্কারপন্থী তথাকথিত কিছু ব্যক্তি যাদের সঙ্গে দলের নেতাকর্মীদের কোন সম্পর্ক নেই; তারাই পরশ্রীকাতর মানসিকতায় পতিত স্বৈরাচারের দোসরদের কৌশলে জনসম্মুখে এনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও তাদের দোসররা সারাদেশে কোন না কোন অপকৌশলে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমাদের প্রিয় জন্মভ‚মি গোপালগঞ্জ জেলায়ও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদী শক্তির বিষাক্ত ছোঁবলে আইন-শৃঙ্খলার অবনতিসহ সামাজিক উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সম্প্রতি জেলার মুকসুদপুর উপজেলায় ফ্যাসিবাদী শক্তির সমর্থকেরা বিএনপি নামধারী বর্ণচোরাদের পরিচয় ধারণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সঠিক তথ্যের অভাবে কোন কোন মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে। তাই ব্যক্তি-বিশেষের প্রচারণা ও প্রভাবের শিকার না হয়ে যথার্থতা যাচাই-সাপেক্ষে জেলা বিএনপি ও অন্যান্য সকল ইউনিট সম্পর্কিত সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ জানান।
জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জ জেলায় কোন স্তরেই বিএনপি’র মধ্যে কোন গ্রুপিং বা বিভক্তি নেই। বিএনপি’র কেন্দ্রীয় কমান্ড থেকে অনুমোদিত বর্তমান জেলা আহবায়ক কমিটির আহবায়কের নেতৃত্বে ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় মূল দল বিএনপি ও অঙ্গসংগঠনের নিয়মতান্ত্রিক সুসংগঠিত কমিটির মাধ্যমে দলীয় সকল কর্মকান্ড সুচারুরূপে পরিচালিত হচ্ছে।
সংবাদ-সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সদস্য ডা. কে এম বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান, বিএনপি নেতা এম মাহবুব হোসেন সোহেল, সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটন,থানা বিএনপির সাংগঠিক হাচানুল বান্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।