Crime News tv 24
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত-০১ এবং আহত-০৪

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ
জানুয়ারি ১২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী ডিমলায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত ৪ জন। শনিবার (১১জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিমলা ডালিয়া সড়ককে খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতা চৌপতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় শুটিবাড়ি থেকে ডালিয়া অভিমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত মুখ থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হয়, ৪জন গুরুতর আহত হয়। নিহত হলেন ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পশ্চিম বাঁইশপুকুর গ্রামের জুয়েল ইসলামের স্ত্রী মুশফিকা আক্তার (২৩)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫টায় তার মৃত্যু হয়।

আহতরা হলেন, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বদরুদ্দিনের ছেলে নাজমুল হক (২৫),গয়াবারী ইউনিয়নের মতির বাজারের শহিদুল কাজীর ছেলে পলাশ কাজী (২১), খালিশা চাপানি ইউনিয়নের পশ্চিম বাইশপুকুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে রতন ইসলাম (২৭), ও একই এলাকার মানিক মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ (২৩), এলাকাবাসী আহতদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নাজমুল হক , জুয়েল ইসলাম ও মুশফিকা আক্তার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।

আজ বিকেলে মুশফিকা আক্তার রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।