ময়মনসিংহ জেলার গফরগাঁও খায়রুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অরঃপ্রধান শিক্ষক আলহাজ্ব সিদ্দিক হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন। (ইন্না----রাজিউন) আজ ১২ জানুয়ারী-২০২৪ রবিবার বিকালে মৃত্যুবরণ করেছেন । মত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।দীর্ঘদিন যাবৎ বাধ্যর্ক্য জনিত রোগে ভূগ ছিলেন। তিনি স্ত্রী,৩ ছেলে,৫ মেয়ে,নাতি,নাতনী সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গফরগাঁও উপজেলার বাগুয়া,বাতেনিয়া,মুখী,ছাপিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা,নিষ্ঠা একজন আদশ শিক্ষক হিসেবে সুনামের সহিত শিক্ষকতা করেন।কবি,সাহিত্যিক নাট্যকার হিসেবে এক সময় গফরগাঁওয়ের সকল অঙ্গনে সুখ্যাতি ছিল।গফরগাঁও শহীদ বেলাল পাঠাগার,গফরগাঁও প্রেসক্লাবের সদস্য ছিলেন।সাংবাদিক মরহুম শামসুল হকএর ঘনিষ্ট বন্ধু ছিলেন। তাঁর প্রিয় ছাত্ররা দেশে বিদেশ উচ্চ পর্যায়ে সহ সমাজের সকল পর্যায়ে ছড়িয়ে আছে।
মরহুমে জানাজা আগামীকাল ১৩ জানুয়ারী সোমবার সকাল ১০.৩০ মিনিটে ধামাইল জালেশ্বর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।