Crime News tv 24
ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ৫ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ।

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
জানুয়ারি ১৩, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্টে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় নির্দেশনা বাস্তবায়নে কবর থেকে লাশ তুলতে দায়িত্ব প্রাপ্তরা প্রতাপনগর গমন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ নিহতদের বাড়িতে উপস্থিত হন। এসময় আন্দোলনে শহীদ পরিবার এবং তাদেররকে হত্যাকারী ও জনরোষে নিহতদের পরিবারের সাথে কথা বলেন কর্মকর্তাবৃন্দ। নিহতদের পরিবার কারো মৃতদেহ উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। এসময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি সদস্যবৃন্দসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।