আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়র পরিষদে কাজে আসা সাধারণ মানুষ সহজে কাজ মিটাতে পেরে স্বস্তি প্রকাশ করেছে।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বাচ্চু নিয়মিত পরিষদে বসে নিজ হাতে সকলের কাজ করে দিচ্ছেন এবং মানুষের সাথে ধৈর্য সহকারে কথা বলে ও কথা শুনে সমাধান দিচ্ছেন। রবিবার পরিষদে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষক, চাষী, বিভিন্ন কর্মের মানুষসহ সাধারন মানুষ ভিড় করে বসে আসেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান একের পর একজনকে পাশে নিয়ে তাদের কথা শুনছেন, প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিচ্ছেন। সমস্যা থাকলে পরিমর্শ দিচ্ছেন। দাপ্তরিক কাজ থাকলে সংশ্লিষ্টদের ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলছেন। কাজে আসা নারায়ন, সাব্বির, আশা মনিসহ অনেকে জানান, আমরা চেয়ারম্যান ব্যবহার ও দ্রুত কাজ করে দেওয়ায় খুবই খুশি।