রবিবার(১২ জানুয়ারী)বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর দুলালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার,এফ এম নুরুল হক এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি,বিশিষ্ট দানবীর,নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব, আলহাজ্ব মঞ্জুর এলাহী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেক রিকাবদার।উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক প্রফেসর এ, কে, এম, মোজাম্মেল হোসেন মোল্লা,দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন ফরাজী।উক্ত ফাইনাল খেলায় শহীদ মাস্টার ফুটবল একাদশ বেলাব ১+০ গোলে গাজীপুর স্পোটিং ক্লাব কে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
১ম পুরস্কার ২৫, ০০০/পচিশ হাজার টাকা,২য় পুরস্কার ১৫. ০০০/পনেরো হাজার টাকা।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।