সিরাজগঞ্জ,১৩ জানুয়ারি রোজ সোমবার ২০২৫
" দেশ বদলাই,পৃথিবী বদলাই " এই শ্লোগানে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সোমবার ( ১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহিদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( সদর) মোঃ শাহ আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা ( সদর) অরুণ কুমার দেবনাথ ,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার চ্যাম্পিয়ন দল সদর উপজেলা,কামারখন্দ, কাজিপুর,রায়গঞ্জ, তাড়াশ,উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।