নরসিংদীর মনোহরদী উপজেলার বিখ্যাত চালাকচর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।সোমবার (১৩ জানুয়ারী )সকালে চালাকচর বাজার হাইস্কুল রোডের পাশে অবস্থিত মায়ের দোয়া অটো ব্যাটারী নামক একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মো: হাদিকুল ইসলাম জানান,আজ সকালে দোকান খোলার কিছুক্ষণ পরে বিশেষ একটি কাজে দোকান বন্ধ করে বাহিরে যাই,তার পরেই আগুন লাগে ভেতরে। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিকভাবে না বলতে পারলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি আরো জানান,আগুন নেভানো হলেও দোকানে থাকা প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম,আমি এখন কি করবো বুঝে উঠতে পারছি না।