রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক এখনো দরা ছোয়ার বাহিরে,আবু গাজীর নাম বাঙ্গিয়ে ও গাজীর সাথে ছবি তুলে ফেসবুকে প্রচার করে এলাকায় জমি দখল জোরপূর্বক ডেজার দিয়ে শত শত বিঘা বালু ভরাট,চাঁদাবাজি,নারী ভোগ,মাদক ব্যাবসা সহ সকল কুকর্ম এখনো করে বেড়াচ্ছে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।আওয়ামী লীগ নেতা আবু এক সময় কায়েত পাড়া ইউনিয়ন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেদের মাসিক চাদা দিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করতেন,আবু প্রশাসনকে ম্যানেজ করে এখনো তার ব্যবসা জমজমাট চালিয়ে যাচ্ছে।তার বিলাশ বহুল বাড়ী ও গাড়ী ও অবৈদ সকল ইনকাম জব্দ করার আহবান জানান ভুক্তভোগীরা।গ্রামবাসী থানায় অভিযোগ করেও কোন সূরা পাচ্ছে না তার বিলাস বহুল চলাফেরা তার টাকা কাছে প্রশাসন জিম্মি।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সন্ত্রাসী কুখ্যাত আওয়ামী লীগ নেতা আবুকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক