নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠির রাজাপুর থানাধীন পশ্চিম চারাখালী গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এতে আহতরা হলেন আনিচ খান, (৩৫) শামীম হাওলাদার (২৪) ও জাহানারা বেগম (৪৬)।এরা রাজাপুর থানার পশ্চিম চারা খালি গ্রামের মৃত জয়নাল খানের এর ছেলে আনিচ খান ও ফারুক হাওলাদার এর স্ত্রী জাহানারা বেগম ও ছেলে শামীম হাওলাদার।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।সেখানে গুরুতর আহত শামিল হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি দেখে দিলে উন্নত চিকিৎসা জন্য কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে, আনিচ খান তার পার্শ্ববর্তী দিলু চৌকিদারের জমিতে দীর্ঘদিন যাবত চাষবাস করে আসছে।দিল চৌকিদারের জমিতে একটি পরিত্যক্ত গাছ পড়ে আছে।সেই গাছটি আনিচ খানকে কেটে নিতে বলে দিলু চৌকিদার।অথচ হঠাৎ করে সোহরাব ওরফে চোরা সোহরাব সেই গাছটি কাটতে আসে।এ সময় আনিচ খান তাতে বাধা দিলে সোহবার,মিজান, সুমন, দবির সহ অজ্ঞাত ও আট দশ জন আনিচ খানকে মারধর করে ও ধারালো কুরাল দিয়ে আনিচ কে কুপিয়ে জখম করে। এ সময় আনিস খানের ভাইগ্না শামিম হাওলাদার ও বোন জাহানারা বেগম তাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষ সোহবার ওরফে চোরা সোহরাব, মিজান সুমন, দবির, সহ অজ্ঞাত ৮-১০ জন ধারালো দা,কুরাল, ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তোদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে গুরুতর আহত আনিচ ও তার বোন জাহানারা বেগম রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও ভাগিনা শামীম গুরুতর অবস্থায় শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।