Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় “আন্তঃডিমলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৫ইং”ফাইনাল খেলা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সুমন নীলফামারী প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী ডিমলায় ডিমলা স্পোটিং ক্লাবের উদ্যোগে আন্তঃ ডিমলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১২জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা পরিষদ মাঠে আন্তঃ ডিমলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম ডিয়ার, আব্দুল মজিদ, আবু বক্কর সিদ্দিক, সবুজ খান, আলমগীর হোসেন প্রিন্স, সোহাগ খান লোহানি, সেলিম, ডিমলা স্পোটিং ক্লাবের সকল সদস্য বৃন্দ উপজেলার ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণসহ বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, ‘সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ একটি সমাজের জন্য কাঙ্ক্ষিত বিষয়। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন খেলাধুলায় উৎকর্ষতা এবং খেলার পরিবেশ তৈরি করা। তার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন।’
নক আউট পদ্ধতির এ খেলায় ১৬ টিমের অংশগ্রহন করে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন অফিসার্স ক্লাব দল ও প্রান্ত টেলিকম দল। এতে ১-০ অফিসার্স ক্লাব দলকে পরাজিত করে, প্রান্ত টেলিকম দল বিজয়ী হন। অতিথি বৃন্দ বিজয়ীদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।