জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
মনোহরদীতে ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে অবস্থিত হযরত দোস্ত মাহমুদ বাগদাদী(রহঃ)এর মাজার উপলক্ষে প্রতি বছরে মাঘ মাসের প্রথম মঙ্গলবার ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর প্রায় ৫ শতাধিক জনগনের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রবিবার(১২ জানুয়ারী)রাতে মাজার প্রাঙ্গণে মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল,সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক,দরগাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সর্ব সম্মতি ক্রমে খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান হাবীব কে সভাপতি,৪ ওয়ার্ড যুবদলের সভাপতি ও অত্র মাজারের খাদেম ইসমাইল হোসেন লিটন কে সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.রাসেল মিয়া কে কোষাদক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় হাবিবুর রহমান হাবিব সভাপতির দায়িত্ব প্রদান করায় নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) এর সাবেক সংসদ সদস্য এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মেলা পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।