"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে কলেজ হলরুমে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহীউদ্দিন মিঞা ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।