কখনো গভীর রাতে শীতার্ত অসহায় দুস্থ মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হয়েছেন,কখনো বা তরুনদের সাথে নিয়ে সাঁতার প্রতিযোগিতা, আবার কখনোও রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন।
ছাত্রনেতা মামুনের নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রদলের এমন কর্মকান্ডে প্রশংসিত হয়েছে বাগেরহাট জেলা জুড়ে। সামাজিক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির উচ্ছ পদস্থ নেতারা। এছাড়া আগামীতে মাদকমুক্ত একটি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন বাগেরহাট তৈরী করতে হলে মামুনের মত তরুন যুবদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কর্মীদের থেকে শুরু করে সাধারন মানুষ।
বিএনপির নেতা কর্মীরা বলছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাগেরহাট পৌরসভাসহ জেলার কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জেলার পৌরসভার রাস্তাঘাটের করুন অবস্থা। এখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তরুন-যুবদের সাথে নিয়ে বাগেরহাট জেলাটা নতুন করে সাজাতে হবে।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিক বলেন, আগামীর রাষ্ট্রনায়ক দেশরত্ন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা হবে। লুটপাট ও দূর্নীতিতে সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মী ও দোসড় আমলাদের বিচার করা হবে। এ কারনে দেশ গঠনে মামুনদের মত সৎ ও চরিত্রবান যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীতে তরুন-যুবদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
জেলা ছাত্রদল নেতা শাহারুক হায়দার বলেন, মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে হামলা-মামলার শিকার নেতাকর্মীদের পাশে দাড়িয়েছি, বাগেরহাট পৌরসভার ময়লা-আবর্জনা পরিস্কার থেকে শুরু করে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। আমরা চাই আগামীতে মামুনের নেতৃত্বে এগিয়ে চলুক জেলা ছাত্রদল।
বাগেরহাট শহরের ভ্যান চালক সিদ্দিক শেখ বলেন, গত এক সপ্তাহ আগে প্রচন্ড শীত পড়েছিলো, শীতে কাপছিলাম। শহরের লঞ্চঘাট এলাকায় ছাত্র দলের কিছু ভাইয়েরা আমাকে একটি কম্বল দেয়। আমি গরীব মানুষ শীতকাপুড়ের অভাবে ছেলে-মেয়ে নিয়ে কষ্টে ছিলাম। কম্বলটা পেয়ে আমি খুব খুশি হইছিলাম।
শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা আলতাফ হাওলাদার বলেন, কিছুই দিন আগেও এই মিঠা পুকুর পাড়ে ময়লা আবর্জনার গন্ধে সাধারন মানুষ হাটতে পারেনি। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বেতন ভাতা না পাওয়ার কারনে কর্ম বিরতী পালন করছিলো, তখন ছাত্রদলের ছেলে-মেয়েরা এসে ময়লা আবর্জনা পরিস্কার করেছে। আমাদেরকে দূগন্ধ থেকে মুক্তি দিয়েছে। আমরা চাই আগামীতে এদের মধ্যে থেকে বাগেরহাটসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব জন্য নেতা উঠে আসুক।