অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ খ্রিঃ মঙ্গলবার বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয় মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ের রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপার মহোদয়দের দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভা সঞ্চালন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নাজিমুল হক মহোদয়,পুলিশ সুপার পিরোজপুর জনাব, খান মোহাম্মদ আবু নাসের সহ
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব কাজী ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়, বরিশাল; কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।