গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ১৪ই জনুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর আগমন উপলক্ষে একটি মতবিনিময় সভা হয়, তিনি আগামী ১৭-০১-২০২৫ তারিখে মুকসুদপুরে আগমন করবেন বলে জানা যায়। সভায় বক্তরা গত ১০-০১-২০২৫ তারিখে, আহুজ্জাত হোসেন খিপু মিয়ার নেতৃত্বে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। দলীয় গতিশীলতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। তাছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেলিমুজ্জামান সেলিমকে জয়যুক্ত করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়।সবাই উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সহ-সভাপতি চিন্তা হরন মন্ডল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মন্ডল, সাহিদুর রহমান সাহিদ, পৌর সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মিন্টু শরীফ প্রমুখ।