অদ্য ১৫ জানুয়ারি-২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট( বালক ও বালিকা) ২০২৪ এর শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক পিরোজপুর জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও খেলা উপভোগ করেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধূলায় নিজেদেরকে নিয়োজিত করলে ভবিষ্যতে তারা তাদের মেধা ও মনকে ভাল কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে এবং খেলাধুলা নিয়ে চর্চা থাকলে মাদক মুক্ত থাকবে যুব সমাজ ।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক তথা তৃণমূল পর্যায়ের শিশুরা ক্রীড়া নৈপুন্যতা দেখানোর সুযোগ পাচ্ছে। সেখানে যারা ভাল করবে তাদের মূল্যায়ণ করা হবে।