"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রামপালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ শুরু হয়েছে। বুৃধবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী'র সভাপতিত্বে মেলায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মেলায় শিশুদের সৃজনশীল বিভিন্ন ইভেন্ট প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়। মেলায় এলপিজি বাইক বিডি নামে বাইকের ৫০ ভাগ জ্বালানী সাশ্রয়ের ডিভাইস সম্বলিত মোটরসাইকেল প্রদর্শন করা হয়। মোটরসাইকেলে জ্বালানি হিসেবে পেট্রোলের পরিবর্তে গ্যাস ব্যবহার করা হয়। এতে খরচ অর্ধেকের বেশী সাশ্রয় হয়। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মিন্টু আলী জানান, এলপিজি গ্যাস লিটার প্রতি মাত্র ৬৮ টাকা। সেখানে পেট্রোল কিনতে হয় ১৩০ টাকা করে। আমাদের উদ্ভাবিত এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলে এলপি গ্যাস ব্যবহার করা সম্ভব।
এতে পেট্রোলের সমান মাইলেজ পাওয়া যায়। এতে জ্বালানি খরচ প্রায় অর্ধেকে চলে আসছে। এটি পরিবেশবান্ধব ও নিরাপদ। একজন বাইকারের প্রতি মাসে যদি আগে ছয় হাজার টাকা খরচ হতো এখন হবে মাত্র তিন হাজার টাকা। অর্থাৎ বছরে খরচ বেঁচে যাবে প্রায় ৩৬ হাজার টাকা। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসাকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।