নওগাঁ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ২৫০ পরিবারে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জামায়াতের জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনের সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব। এসময় নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আ স ম সায়েম, উপজেলা নায়েবে আমির ক্বারি মাওলানা আজিজুর রহমান মাহমুদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সেক্রেটারি আব্দুস সাত্তার, অফিস সেক্রেটারি মুসতফা খালিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ অন্যরা।
নওগাঁ #