আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে পিঠা উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল দুটির ক্যাম্পাসে সুসজ্জিত প্যান্ডেলে উৎসবরে আয়োজন করা হয়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসবের লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। পরে তিনি অন্য অতিথিদেরকে সাথে নিয়ে স্টলে স্টলে গিয়ে পিঠার পসরা দেখেন এবং পিঠা সম্পর্কে খোঁজ খবর নেন। ১৬ টি স্টলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শতাধিক রকমের পিঠা প্রদর্শন করেন। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সহকারী শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, সবশেষে শিক্ষক সেলিনা খানমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যলয়ে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। তিনি ৬টি স্টলে ছাত্রীদের তৈরি ৪৯ রকমের পিঠার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। প্রধান শিক্ষক আলহাজ্ব এ এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সবুর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনম আলমগীর কবীর।