লাউডোব-বাজুয়া মেইন রোড বাদামতলা স্কুলের পাশে ইন্দ্রজীত রায় বালির বেডে বালি দেওয়া জন্য লাগানো পাইপ এর পাশে সিগন্যাল লাইট না থাকা এ ঘণকুয়াশার কারণে রাত ৯টার দিকে খুটাখালী বাজার ব্যবসায়ী শ্রবাস মৃধা ছেলে প্রশেন (৩০) ও হৃদয় দাস,অপু দাস মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারাত্মক আহত হন,তার এখন খুলনা ২৫০ শয্যা হসপিটাল এ চিকিৎসাধীন অবস্থায় আছে।
আকস্মিক মেইন রোডে এমন বালির পাইপ আরো দূর্ঘটনার কারণ হতে পারে,তাই এলাকা বাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ আশু পদক্ষেপ কামনা করে।