Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-০২ আহত-০৩

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহত ২ জন খুলনায় এবং ১ জনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২) বছর। নিহত রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলার ওয়াজেদ আলী শেখ এর ছেলে এবং দিদার মোল্লা খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান, মোংলা থেকে ধান বহন করে ট্রলিটি মোংলার সেলিমের রাইসমিলে রেখে আবার সোনাইলতলায় যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলিটি কুয়াশার কারণে রাস্তায় রাখা পাথরের স্তুপে উঠে যায়। সঙ্গে সঙ্গে ট্রলিটি তিনটি পল্টি দেয়। ট্রলিতে থাকা ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন জানান, বুধবার ভোর রাতে আহত ৪ জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে ১ জন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে আসার আগে মারা যান। বাকী ২ জনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত ১ জন নিজেই সকাল ৯টায় হাসপাতালে আসেন, তাকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দ্রুত গতিতে আসা একটি টলি গাড়ি (নসিমন) গত রাত ২টার সময় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এ সময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে আরও ৩ জন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।