Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদরের চুলকাটিতে সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়ার একটি মর্যাদা যা সাধারণত কোন অ্যাথলিটকে প্রদান করা হয়। এই মর্যাদা প্রদানের মাধ্যমে বোঝানো হয় যে সেই খেলোয়ারটি তাঁর দলের সবচেয়ে মূল্যবান খেলোয়ার। আইকন শিরোনামটি বর্তমানে ঘরোয়া ত্রিকেটে সাধারণত ব্যবহার হয়ে থাকে।

সৈয়দপুর তরুণ সংঘ ও দীপ্ত সংঘের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় সৈয়দপুর তরুণ সংঘের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ভাগ্য কুপনের মাধ্যমে আইকন খেলোয়ার নির্বাচিত হয়েছেন। ১) জেনারেশন ২১” টিম মালিক সোহাগ ও ইমরান দলে আইকন খেলোয়ার হিসেবে পেয়েছেন মোঃ তহিদ মোল্লা। ২) গোল্ডেন বয়েজ” টিম মালিক আফ্রিদী দলের আইকন খেলোয়ার ইব্রাহিম। ৩) সৈয়দপুর রয়েলস” টিম মালিক আবজাল দলের আইকন খেলোয়ার তুহিন মোল্লা। ৪) সুনগর যুব সংঘ” টিম মালিক আব্দুর কুদ্দুস শেখ দলের আইকন তানভীর ইসলাম শেখ। ৫) চুলকাটি কিংস” টিম মালিক মজনু, রেজবুল ও ডালিম দলের আইকন রুহুল আমিন মুন্সি। ৬) সৈয়দপুর স্টারস” টিম মালিক রুবেল ফকির দলের আইকন মোঃ ইউসুব।

আগামী শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় চুলকাটি প্রেস ক্লাব চত্বরে সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর রাখালগাছি ও খানপুর এবং ফরেন খেলোয়ারসহ শতাধিক উদীয়মান ক্রিকেট খেলোয়ার নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।