ঢাকা মেট্রোপলিটন উত্তরা পশ্চিম থানা এলাকা হইতে ১০ জন চাঁদাবাজ সহ ল্যাপটপ ও বিভিন্ন মালামাল উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ১৪ ই জানুয়ারী ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় চাঁদাবাজী করার সময় হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।এ বিষয়ে মোঃ কামরুল হাসান(৩১) উত্তরা পশ্চিম থানাধীন ১০ নং সেক্টর,০৬ নং রোডের বাসা নং-৩২ তে অবস্থিত এক্সপ্রেস মল গেষ্ট হাউজ এর জেনারেল ম্যানেজার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়, উত্তরায় গত ০১/০৭/২০২৪ খ্রিঃ হতে উক্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। ভবনটি ভাড়া নেওয়ার পর হইতে ০১। মোঃ রেজাউল কবির(৪৪), (আহ্বায়ক কমিটির সদস্য, উত্তরা পশ্চিম থানা বিএনপি), পিতা-মৃত-নূর মোহাম্মদ জমাদার, মাতা- রেহেনা বেগম, সাং-দক্ষিন হেলুবুনিয়া, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, ০২। মোঃ আশরাফুল ইসলাম রিয়াদ (৩২), (সাবেক সহ-সভাপতি উত্তরা ৫১নং ওয়ার্ড যুবদল) পিতা-মোঃ আলতাব আলী সরদার, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সাং-নিন্দইন, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ, ০৩। মোঃ মোকসেদুল ইসলাম স্বপন (৩৪), পিতা-মৃত-গোলাপ উদ্দিন, মাতা-জরিনা বেগম, সাং-রসুলপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, ০৪। মোঃ আকাশ আলী (২৬), পিতা-হুমায়ুন কবির, মাতা-সেলিনা বেগম, সাং-রহনপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ০৫। মোতালেব হোসেন (৩৪), পিতা-মৃত-আবু তাহের, মাতা-মরিয়ম বেগম, সাং-সান্দারতলি, লাউতলি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ০৬। মোঃ জুয়েল রানা (২৮), (সাবেক সহ-সভাপতি তুরাগ থানা কৃষকদল) পিতা-মৃত-শহিদুজ্জামান, মাতা-মোছাঃ কাজল রেখা, সাং-রোহারচর বড়গ্রাম, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, ০৭। মোঃ আবুল বাশার (৫২), পিতা-মৃত-আলহাজ্জ্ব মমিন উদ্দিন গাজী, মাতা-হনুফা বিবি, সাং-বিতকাটা, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ০৮। মোঃ শহিদুল ইসলাম (৫৩), পিতা-মৃত-উনকাতুল রহমান, বাসা নং-২/১, বিডেগ রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ০৯। সালমান সামি (২৪), পিতা-এ.কে.এম মাসুদুজ্জামান, মাতা-নাছিমা আক্তার, সাং-বিতকাটা, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ১০। এ.কে.এম মাসুদুজ্জামান(৭২), পিতা-মৃত-আলহাজ্জ্ব মমিন উদ্দিন গাজী, মাতা-হনুফা বিবি, সাং-বিতকাটা, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালীরা বাদীর নিকট ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে। তাদের চাঁদা না দিলে এক্সপ্রেস মল গেষ্ট হাউজ পরিচালনা করতে দিবে না বলিয়া বিভিন্ন ভাবে হুমকী প্রদান করিয়া আসিতেছে। এক্সপ্রেস মল গেষ্ট হাউজ এর মালিক একাধিকবার আসামীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে আসামীরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিবে বলিয়া হুমকী প্রদান করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া উপরে উল্লেখিত আসামীরা ইংরেজি ১৪/০১/২০২৫ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় বে-আইনী জনতাবদ্ধে এক্সপ্রেস মল গেষ্ট হাউজ এর মেইন গেইট ভাংচুর করিয়া ২য় তলায় আসে। আসামীরা ভাংচুর করে প্রায় ৮০,০০০/- টাকার ক্ষতিসাধন করে। সকল আসামীরা ভবনের ২য় তলায় গেষ্ট হাউজের রিসিপশনে প্রবেশ করিয়া তাদের দাবীকৃত চাঁদার টাকার চাপ প্রয়োগ করতে থাকে। আসামীরা নীচ তলা হইতে ২য় তলা পর্যন্ত সকল রুমের দরজা ভাঙ্গীয়া রুমের ভিতর প্রবেশ করিয়া রুমে থাকা ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, গিটার সহ মূল্যবান মালামাল নিয়ে নেয়। ঐ সময় এক্সপ্রেস মল গেষ্ট হাউজ এর ষ্টাফ মোঃ বেলায়েত, জয় দাশ, মোঃ রুবেল, মোঃ বাদল, চাইনু সং মারমা, মোঃ মোখছেদুল, মোঃ নাহিদ আগাইয়া গেলে আসামীরা তাদেরকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নীলাফুলা জখম করে। সকল আসামীরা ২য় তলায় আসিলে ০১ নং আসামী ২য় তলায় রিসিভশনের ক্যাশে থাকা নগদ ১৩,০০০/- টাকা চাঁদা বাবদ নিয়ে নেয় এবং অবশিষ্ট চাঁদার টাকার জন্য বাদীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী বিভিন্ন মালামাল চুরি করিয়া কৌশলে পালিয়ে যায়।
ঘটনা সংক্রান্ত গৃহীত বাদী মোঃ কামরুল হাসান(৩১) কৌশলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করিলে উত্তরা পশ্চিম থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হইয়া উত্তরা পশ্চিম থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান (পিপিএম-সেবা) টিম সহ দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হইয়া ০১ হতে ১০ নং আসামীদেরকে ঘটনাস্থল হতে আটক করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে এক্সপ্রেস মল গেষ্ট হাউজ থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে ধৃত আসামী মোঃ জুয়েল রানা (২৮) এর হেফাজত হইতে ০১ টি কালো কালারের এইচপি ব্রান্ডের ৮৫০ মডেলের পুরাতন ল্যাপটপ, আসামী মোঃ আশরাফুল ইসলাম রিয়াদ(৩২) এর হেফাজত হতে ০১ টি সিলভার কালারের এইচপি ব্রান্ডের পুরাতন ল্যাপটপ, আসামী মোঃ মোকসেদুল ইসলাম (৩৪) এর হেফাজত হতে ০১ টি সিলভার কালারের ১ টি স্মাট হাত ঘড়ি, আসামী মোঃ রেজাউল কবির(৪৪) এর হেফাজত হইতে আদায়কৃত চাঁদার নগদ ১৩,০০০/- টাকা, আসামী সালমান সামি(২৪) এর হেফাজত হইতে ০১টি বার্নিশ কালারের ব্যবহৃত গিটার উদ্ধার করা হয় এবং আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোঃ কামরুল হাসান(৩১) এর লিখিত এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার মামলা নং-৩৫, তারিখ-১৫/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮০/৪১১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।