বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা ও পরিশ্রম বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করবে।”
এসময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১০৯ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আলী মোহাম্মাদ ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃনাজমুল ইসলাম বলেন, “নবীন বরণ শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জাগায়।” অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম তৈরি হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগতদের মিষ্টি বিতরণ করা হয়।