বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের ধলাঝাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সন্তান
আমির হোসেন চোখের সমস্যা তথ্য গোপন করে প্রতারণা মাধ্যমে পুলিশ কনেস্টবল পদে চাকরি নেওয়া আমীর হোসেনের বিরুদ্ধে পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক সাংবাদিক মীর জুবাইর আলম, উক্ত অভিযোগের পরে তদন্ত শুরু করেছে বাংলাদেশে পুলিশে একটি তদন্ত টিম। অভিযোগ কারী সাংবাদিক মীর জুবাইর আলম জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনজুরুল আলম গত ২৪/১০/২০২৪ ইং তারিখে সূত্রঃ স্মারক নং-এসএমপি-৪১৩৬/১(৩)/আর (কেন্দ্রীয়), অভিযোগকারী সাংবাদিক মীর জুবাইর আলম কে সহ শরীরে উপস্থিত হয়ে সাক্ষী দেওয়া জন্য চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে নোটিশ করেন। নোটিশ পেয়ে সাংবাদিক মীর জুবাইর আলম সহ স্হানীয় আরো ১১ জন লোক সহ শরীরের উপস্থিত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনজুর আলম এর কার্যালয়ে পুলিশ কনেস্টবল আমীর হোসেনের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেন।
সত্রঃ- স্মারক নং-৪৫৯৫ (আরওআই, হবিগঞ্জ) তারিখ-২০/১০/২০২৪ খ্রি. অভিযোগ সাক্ষী গ্রহনে জন্য হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি এর কার্যালয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে গত ৪/১/২০২৫ ইং তারিখে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে সঠিক তদন্তের সার্থে অভিযোগ কারী সাংবাদিক মীর জুবাইর আলমঃ কে নোটিশ করেন।
উল্লেখিত নোটিশের পর মীর জুবাইর আলমঃ সহ এলাকার আরো ৪ জন হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্ হক মুন্সির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কনেস্টবল আমীর হোসেনের প্রতারণা সহ বিভিন্ন অপকর্মে সাক্ষী প্রদান করেন এবং কনেস্টবল আমীর হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।