ময়মনসিংহ জেলার উপজেলা ত্রিশালে দুর্নীতিতে অংশ না করার শপথ নিলেন ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ জন সদস্য।
এ লক্ষে আজ বৃহস্পতিবার ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করনো হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, নজরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। পরে তারুণ্যের উৎসব -২০২৫ বিজ্ঞান মেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।