আনোয়ারুল কবির বাবলু।
***************************************
বহুদিন পর পথে হলো দেখা
তোমাকে ভুলে ভালোই ছিলাম একা।
কেন তুমি আজ ডাকলে আমায়
এই মরা কার্তিকের অবেলায়।
জীবন চলছে জীবনের মত
আমি এক নীড় হারা ঝড়ের পাখির মত।
আমি সন্ধ্যায় যখন ফিরে আসি ঘরে
সঙ্গি বিহীন কাক শালিকেরা শুধুই কান্না করে।
জীবন ছিল একদিন ফুটন্ত সকালের মতো
দুপুর গড়িয়ে বিকাল এখন ক্ষতবিক্ষত।
চৈত্রের দুপুরে মর মর বাজে শুকনো পাতার গান
কেউ শোনে না কখনো হৃদয়ে ভাঙার গান।
পাথর ভাঙ্গার শব্দ শুনে বাজায় কত বাজনা
কেউ কখনো শুনে না পাথরের হৃদয় ভাঙার কান্না।
পাথরের বুকে যেদিন ফুটবে ভালোবাসার ফুল
সেদিন হয়তো বুঝবে, তুমি ছিলে ভুল।
আজও ভালবাসি তোমায় নিরবে নিভৃতে
কাঁদে মন একাকী ভোর নিশীতে।