বুড়িচং উপজেলা ভরাসার ইন্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার,সাবেক শিক্ষা অফিসার এম এ সলিমুল্লাহ,কুমিল্লা হার্ট হসপিটালের ব্যবস্হাপনা পরিচালক খায়রুন নেছা মুক্তা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটি সেক্রেটারি মাসুদ রানা।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।