Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পৌর সভার ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচন সম্পন্ন,ফিরোজ সভাপতি ও ইলিয়াস সাধারণ সম্পাদক।।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রায় দেড়  যুগ পরে সংগঠনের পরীক্ষিত কর্মীরা উৎসবমুখর পরিবেশে বাগেরহাট পৌর সভার গুরুত্বপূর্ণ মুনিগঞ্জ ১ নং ওয়ার্ডে  ১৬ই জানুয়ারি  বৃহস্পতিবার

বিএনপির নেতা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেয়। সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন। ১৭০ জন ভোটারের মধ্য ১৫৬ জন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শেখ ফিরোজ আহমেদ ৭৫ ভোট পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইকরামুল হোসেন ৭৪ ভোট পায়। সিনিয়র সহ-সভাপতি পদে শেখ রেজাউল করিম(অবঃ দারোগা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ভোটের ব্যবধানে পিছনে ফেলে নির্বাচিত হন।  সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ ইলিয়াস হোসেন, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলতাপ, হোসেন হেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।জেলা বিএনপির সাবেক সভাপতি প্রধান  সমন্বয়ক এম, এ, সালাম ও যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এই ওয়ার্ডের ভোটার হিসেবে তারা সকালে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন,পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার আলী,সদস্য সচিব জুয়েল,এডঃহিরক মীনা,বেগ শামিম প্রমুখ সদস্য হায়াত। নির্বাচন অনুষ্ঠানের সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,মোল্লাহাট চিতলমারী ও ফকিরহাট থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়কারী এম,এ, সালাম, ছিল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ,ব্যারিস্টার মোঃ জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোশারফ হোসেন মন্টু,জেলা বিএনপির  যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, বিএনপি নেতা শাহেদ আলী রবি প্রমুখ উপস্থিত ছিলেন।