গত ১৭ বছরে স্বেরাচারী শেখ হাসিনা সরকার রাজনীতি ও দলীয় করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,সাবেক ফুটবলার আমিনূল হক।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)বিকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,রাজনৈতিক পরিবারের মাঝে জন্মগ্রহণ করেও আরাফাত রহমান কোকো রাজনীতির ধারে কাছেও ছিলেন না,বর্তমান ক্রিকেটের যে ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন তাঁরই হাত ধারা হয়েছিল। ১৯৯১ সালে এবং ২০০৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ক্রীড়াঙ্গনে কোন দলীয়করণ করেনি,কিন্তু বিগত স্বৈরাচারী সরকার শুধু ক্রীড়াঙ্গনকেই সব স্থানে দূর্নীতিতে সয়লাব করে রেখেছিল,এখনতো দেশে কোন আওয়ামীলীগ নেই, স্বৈরাচারীরা চলে গেলেও এখনো তার পেতাত্মারা সব জায়গাতে বসে রয়েছে। যারা আমাদের ভাইদেরকে গুলি করেছে,যারা আমাদের বোনদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে,যারা ছাত্র জনতার গণ অভুত্থানে অবাধে গুলি করেছে,তাদের স্থান এ দেশে হতে পারেনা। তাদেরকে দ্রুত অপসারণ করার জন্যে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানান এবং মরহুম আরাফাত রহমান কোকো,র আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা করেন।
পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
উদ্বোধনী খেলায় বেলাব উপজেলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ডোমনমারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম ভূঁইয়া,র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর উত্তর বিএনপি,র যুগ্ম আহ্বায়ক রেজানুর হোসেন রিয়াজ,ঢাকা পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম,মনোহরদী থানার অফিসার ইনচার্জ আঃজব্বার প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।