চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তলোন করার অপরাধে ৪ টি ট্রক্টর ও ১ টি এক্সকোভেটর জব্দ । অদ্য ১৬-০১-২০২৫ তারিখ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা নামক স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরূদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনকারী ব্যক্তিবর্গ দৌড়ে পালালে ঘটনাস্থল থেকে ৪টি ট্রাক্টর ও ১টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), চুয়াডাঙ্গা সদর এবং সদর থানার ও আনসার বাহিনীর দুইটি পৃথক চৌকস টিম সম্পূর্ণ অভিযানে সহায়তা প্রদান করে। চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সরকারি কিংবা ব্যক্তিগত যে কোন স্থান থেকেই মাটি বা বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। যার শাস্তি মিনিমাম ৫০ হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ১০ লাখ টাকা অথবা কারাদণ্ড অথবা উভয়।