উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে অদ্য ১৬ জানুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার) জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশালের আয়োজনে, জেলা প্রশাসন, বরিশালের সহযোগিতায়, ব্যপিস্ট মিশন উচ্চ বিদ্যালয় বরিশালে “জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান কাওছার, বিভাগীয় কমিশনার, বরিশাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল; জনাব মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল; জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল;
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, বরিশাল। এছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।